ইসলামী ব্যাংক পার্সোনাল লোন Best in 2022।

  ইসলামী ব্যাংক পার্সোনাল লোন। 

ইসলামী ব্যাংক পার্সোনাল লোন।


আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব ইসলামী ব্যাংক পার্সোনাল লোন সম্পর্কে। ব্যক্তিগত কারণে আমাদের সংসারে বিভিন্ন অভাব-অনটন দেখা দেয়। কিন্তু আমরা অন্যান্য ব্যাংক থেকে যদি লোন নেই, তখন অনেক টাকা সুদ দিতে হয়। কিন্তু আপনারা যদি একটা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তাহলে খুব সহজেই সেই ব্যাংক থেকে লোন নিতে পারেন। ইসলামী ব্যাংক পার্সোনাল লোন ও কিভাবে পার্সোনাল লোন নিতে হবে তা জানাবো। 


অন্য সমস্ত ব্যাংক এর তুলনায় ইসলামী ব্যাংকের বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পাবেন। কারণ ইসলামী ব্যাংক শরীয়ত মোতাবেক পরিচালিত হয়। এরপর আপনি ইসলামী ব্যাংকের বিভিন্ন রকম লোন নিতে পারেন। পার্সোনাল লোন, চাকরির লোন, শিক্ষা লোন ইত্যাদি। যার জন্য আপনাকে তুলনামূলক কম সুদ দিতে হয়। 


ইসলামী ব্যাংক পার্সোনাল লোন। 

ইসলামী ব্যাংক থেকে পার্সোনাল লোন পেতে হলে অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি ইসলামী ব্যাংক একাউন্ট না থাকে সে ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন। এখন তৈরি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নিকটস্থ ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় যেতে হবে। শুধু লোন নেওয়ার জন্য এই যে একাউন্ট খুলবে না সেটা না। ইসলামী ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকলে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পাবেন। যা অন্যান্য ব্যাংকে থাকবে না। 



ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন কিভাবে পাবো। 

সত্যি বলতে ইসলামী ব্যাংকে পার্সোনাল লোন নেওয়ার কোন শাখা নেই। ইসলামী ব্যাংকের শুধু একটা শাখাতেই লোন দিয়ে থাকেন। হাউজহোল্ড ইনভেসমেন্ট লোন। এই লোন নিলে আপনি পার্সোনাল লোন এর চেয়েও বেশি সুযোগ-সুবিধা পাবেন। কিন্তু প্রতিটা কাজের জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে। ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন নিতে আপনাকে যে শর্তগুলো মানতে হবে তা জানা প্রয়োজন। আর সব থেকে বড় কথা হল আপনি এই হাউসহোল্ড ইনভেসমেন্ট লোন এ মোট কত টাকা নিতে পারবেন। 



হাউজহোল্ড ইনভেস্টমেন্ট লোন নেওয়ার নিয়ম। 

পার্সোনাল লোন বলতে বোঝানো হয় ব্যক্তিগত লোন। অর্থাৎ আপনি এই লোনটার দ্বারা ব্যক্তিগত সকল কাজ সম্পাদন করতে পারবেন। উদাহরণস্বরূপ: নতুন বাড়ি করার ক্ষেত্রে এই টাকা খরচ করতে পারবেন, নিজের কোন নতুন ব্যবসা করার ক্ষেত্রে। 

কত টাকা লোন পাবো। 

* সমস্ত মেট্রোপলিটন শহর গুলোর জন্য ০.০৩ মিলিয়ন টাকা।
* পৌরসভা ও জেলার জন্য ০.২০ মিলিয়ন টাকা। 
* উপজেলা ও অন্যান্য ক্ষেত্রে ০.০১০ মিলিয়ন টাকা। 


কিভাবে লোন নিবেন। 

এর আগেই বলেছি ইসলামী ব্যাংক থেকে লোন নিতে অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতাম হবে। তারপর লোন নেওয়ার ফরম টি সংগ্রহ করতে হবে। ফরমটি দুই জায়গা থেকে সংগ্রহ করা যেতে পারে। ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ও ইসলামী ব্যাংক ওয়েবসাইট থেকে।  

এখন আপনার কাজ হল ফরমটি জাতীয় পরিচয়/জন্ম নিবন্ধনের মাধ্যমে ফিলাপ করা। ফিলাপ করার পর এখন প্রয়োজনে কিছু কাগজপত্র লাগবে। অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের থেকে প্রয়োজনীয় কাগজপত্রের নথিপত্র নিতে হবে। লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র:-

* আপনার জাতীয় পরিচয়পত্র /জন্ম নিবন্ধন এর ফটোকপি। 
* সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি। 
* গত একবছরের ব্যাংকের হিসাব। 
* আপনার বাৎসরিক আয়ের মিনি স্টেটমেন্ট। 


উপরোক্ত এই কয়েকটি কাগজপত্র নিয়ে আপনাকে ব্যাংক শাখায় যেতে হবে। লোন বিষয়ক অথবা যেকোনো অ্যাকাউন্ট বিষয়ক সমস্যা সমাধান করতে ১৬২৫৯ নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। 


ইসলামী ব্যাংকের লোন এর সময়কাল। 

আশা করি ইসলামী ব্যাংক পার্সোনাল লোন সম্পর্কে সমস্ত কার্যক্রম জেনে গেছেন। এখন জানতে হবে এই লোনটা পরিশোধ করার সময় কাল কত। সর্বোচ্চ তিন বছরের মধ্যেই লোনটা পরিশোধ করতে হবে। আপনি যদি তিন বছরের মধ্যে লোনটা পরিশোধ না করেন, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 


লোন নেওয়ার বয়স সীমা। 

লোন নেওয়ার শর্তাবলীর মধ্যে বয়সসীমা অন্যতম। কারণ যে কোন বয়সের লোককে লোন দিবে না। লোন পেতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিকত্ব আলাপ করতে হবে। সর্বনিম্ন 27 ও সর্বোচ্চ 65 বছর বয়সের লোক লোন উপভোগ করবে। আর যদি লোন নেওয়ার ব্যক্তি শিক্ষার্থী হয়। তাহলে সেই শিক্ষার্থীর পর সর্বনিম্ন 18 বছর হতে হবে। 



উপসংহার।

ব্যক্তিগত কারনে আমাদেরকে অনেক সময় শোন দিতে হয়। লোন নেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক টাকা সুদ নিতে হয়। কিন্তু ইসলামী ব্যাংক পার্সোনাল লোন নিলে আপনাকে অপেক্ষাকৃত কম সুদ দিতে হবে। আবার ইসলামী ব্যাংক শরীয়ত অনুযায়ী চলে। 

এছাড়াও ইসলামী ব্যাংক থেকে আপনি ডিপিএস, বিভিন্ন রকম সুযোগ-সুবিধা ও সঞ্চয় করতে পারেন। ইসলামী ব্যাংক তৈরি হয়েছে মুসলমানদের টাকা সঞ্চয় করার জন্য। ইসলামী ব্যাংক পার্সোনাল লোন নিয়ে কোনো সমস্যা থাকলে সরাসরি হেল্পলাইন নাম্বারে কল করুন। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url